গ্রিস-তুরস্ক সামরিক উত্তেজনা, এজিয়ান সাগরে গোলাগুলি

|

ছবি : সংগৃহীত

উপকূলীয় অঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্রে আবারও উত্তপ্ত হয়েছে গ্রিস-তুরস্ক পরিস্থিতি। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এজিয়ান সাগরে গোলাগুলি হয় দু’পক্ষের মধ্যে। এ ঘটনায় তুর্কি ও গ্রিক কোস্ট গার্ড একে অপরের প্রতি উপকূলীয় এলাকায় অনুপ্রবেশের অভিযোগ আনে। খবর এপির।

এক বিবৃতিতে আঙ্কারা জানায়, গ্রিক কোস্ট গার্ডের একটি পেট্রোল বোট সমুদ্রসীমা লঙ্ঘন করলে তাকে সতর্কতা জানায় তুর্কি নিরাপত্তা বাহিনী। তবে তা উপেক্ষা করলে, গ্রিসের সামরিক নৌযান লক্ষ্য করে সতর্কতামুলক গুলি ছোড়ে তুরস্ক।

পাল্টা বিবৃতিতে গ্রিস জানায়, তুরস্কের একটি পেট্রোল বোট ধাক্কা দেয়ার চেষ্টা করে গ্রিসের সামরিক নৌযানকে। এ সময় পাল্টা গুলি ছুড়ে সতর্কতা জানায় গ্রিস। গেল কয়েকমাস ধরেই এজিয়ান সাগরে উত্তেজনা চলছে আঙ্কারা ও এথেন্সের মধ্যে। যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র মোতায়েনসহ নানামুখি সামরিক সক্ষমতা বাড়িয়েছে দুই পক্ষই।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply