নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার নিন্দায় শিক্ষক-শিক্ষার্থীরা

|

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা, মামলা প্রত্যাহার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা।

আজ বুধবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন তারা। এতে শিক্ষকরাও সংহতি জানান।

মানববন্ধনে ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিন্দা জানানো হয়। একই সঙ্গে আটককৃতদের মুক্তি, কোটা সংস্কারের প্রজ্ঞাপন ও হামলাকারীদের বিচার দাবি করেন তারা।

এর আগে, সকালে সহপাঠী তানজীর হোসেনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। অপরাজেয় বাংলার পাদদশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতেও বিভাগের কয়েকজন শিক্ষক অংশ নেন। ১৪ জুলাই শহীদ মিনার এলাকায় কোটা ইস্যুতে কর্মসূচি পালন করতে গিয়ে হামলার শিকার হন তানজীর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply