টি-টোয়েন্টিতে লজ্জার রেকর্ড আর্শ্বদীপের

|

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের কিমো পলের সঙ্গে যুগ্মভাবে এক ম্যাচে সব থেকে বেশি নো বল করার তালিকায় শীর্ষে ভারতীয় পেসার আর্শ্বদীপ সিং। লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেই নিজের প্রথম ওভারে ৩টি নো বল করেন তিনি। ডেথ ওভারে এসেও আরও ২টি নো বল করেন এই পেসার। ২ ওভারের মধ্যে ৫টি নো বল করে লজ্জার রেকর্ড করলেন এই ভারতীয় পেসার।

এছাড়াও, বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭টি নো বল করে টি-টোয়েন্টি ক্রিকেটে এক ম্যাচে সব থেকে বেশি নো বল করার রেকর্ডের শীর্ষ স্থানে ভারত। আর্শ্বদীপ সিং ৫টি ও উমরান মালিক করেন ২টি নো বল। এই তালিকায় যদিও আরও বেশ কিছু দেশ রয়েছে। তারাও একই সংখ্যক ৭টি নো বল করেছিল।

এক ইনিংসে সব থেকে বেশি নো বল করার তালিকায় ভারতের সঙ্গে যৌথভাবে শীর্ষে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। ভারতীয় বোলারদের বাজে বোলিংয়ের সুবাদে ২০৬ রান তুলে শ্রীলঙ্কা। সেই রান তুলে ম্যাচ জিততে ব্যর্থ ভারত। ১৯০ রানে থামে ভারতের ইনিংস, সেই সাথে সিরিজে ১-১ সমতায় ফেরে শ্রীলঙ্কা।

৩ ম্যাচের টি-টোয়েন্টির শেষ ম্যাচে আগামীকাল (শনিবার) রাজকোটে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও ভারত।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply