যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশকারীদের ঠেকাতে নতুন পদক্ষেপ বাইডেন প্রশাসনের

|

যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশকারীদের ঠেকাতে নতুন পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন। ভেনেজুয়েলার পর কিউবা, নিকারাগুয়া ও হাইতির অভিবাসনপ্রত্যাশীদের দেয়া হয়েছে বৈধ আবেদনের সুযোগ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান, মধ্য আমেরিকার দেশগুলো থেকে মোট ৩০ হাজার নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবেন। যারা দুই বছরের জন্য দেশটিতে কাজের অনুমোদন পাবেন। অনুপ্রবেশকারীদের পাঠানো হবে মেক্সিকো সীমান্তে। একই কর্মসূচি নেয়ার পর ভেনেজুয়েলা থেকে নাটকীয়ভাবে অনুপ্রবেশকারী কমেছিল বলে দাবি বাইডেনের।

বাইডেন আরও বলেন, আমার বক্তব্য স্পষ্ট, যুক্তরাষ্ট্রে আসতে চাইলে সীমান্তে ভিড় করবেন না। নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মানতে হবে সবাইকে। কিউবা, নিকারাগুয়া, হাইতি যেখানে আছেন সেখানেই থাকুন; আর বৈধ উপায়ে আবেদন করুন। অনুমোদিত হলে, দুই বছরের জন্য কাজের অনুমতি মিলবে। আবেদন বাতিল হলে কর্মসূচির জন্য অযোগ্য ঘোষণা করে মেক্সিকোয় ফেরত পাঠানো হবে।

মঙ্গলবার মেক্সিকোয় ত্রিদেশীয় সম্মেলনে যোগ দেবেন জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেখানে মূল এজেন্ডা হবে অভিবাসন সংকট।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply