রনি তালুকদারের ঝড়ো ফিফটিতে রংপুরের শুভ সূচনা

|

রনি তালুকদার। ছবি: সংগৃহীত

বিপিএলের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিরুদ্ধে ওপেনার রনি তালুকদারের ঝড়ো ব্যাটিংয়ে শুভ সূচনা করেছে রংপুর রাইডার্স। ১৯ বলে ফিফটি হাঁকান রনি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ছিল ১০ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৯০ রান।

মিরপুরে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ানস। মোহাম্মদ নাইম প্রথম থেকেই ব্যাটে বল পেতে সংগ্রাম করে চলেছেন। তবে অন্যপ্রান্তে, এর ছাপ পড়তে দেননি রনি তালুকদার। পুরোটা সময় আক্রমণই করে গেছেন এই ডানহাতি ওপেনার। তার ঝড় অনেক বেশি মাত্রায় গেছে কুমিল্লার আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর উপর দিয়ে। এছাড়া বিপিএলে এই ম্যাচে অভিষিক্ত কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেসার আশিকুর জামানের উপর দিয়ে।

১৯ বলে অর্ধশতক হাঁকানো রনি তালুকদার ফিরেছেন ৩১ বলে ৬৭ রান করে। তার ইনিংসে ছিল ১১টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। মোহাম্মদ নাইম খেলছেন ২৭ বলে ২১ রান নিয়ে।

আরও পড়ুন: বিপিএলের ঘুমপাড়ানি সূচনা; চট্টগ্রামকে হারিয়ে সিলেটের জয়

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply