প্লাস্টিক পণ্যের পরিবর্তে পাটজাত পণ্যের বহুবিধ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা এবং সারাদেশে একযোগে ৩ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
পলিথিনের ব্যবহার পরিবেশের জন্য বিরাট এক সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পাটের বহুমুখী ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সুন্দরবন যাতে সুরক্ষিত থাকে সেজন্য বন দস্যুদের আত্মসমর্পণ করিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।
এসময় তিনি বৃক্ষরোপণ অভিযানে সবাইকে অংশ নিয়ে এই বর্ষায় অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বনায়নসহ পরিবেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ বিজয়ীদের হাতে পদক তুলে দেয়া হয়।
Leave a reply