দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের নো-ফ্লাই জোনে উত্তর কোরিয়ার ড্রোন

|

ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের নো-ফ্লাই জোনে ঢুকে পড়েছে উত্তর কোরিয়ার একটি ড্রোন। দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা ঘটনার সপ্তাখানেক পর একথা স্বীকার করেছেন। খবর আল জাজিরার।

দক্ষিণ কোরিয়ার আকাশে উত্তর কোরিয়ার ৫টি ড্রোনের অনুপ্রবেশ সিউলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা ফুটে উঠেছে। এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।

রুশ বার্তা সংস্থা স্পুটনিক জানায়, উত্তর কোরিয়ার ড্রোনটি সপ্তাখানেক আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের আকাশে পরিভ্রমণের পর নিরাপদে গন্তব্যে ফিরে গেছে। স্পুটনিকের কাছে দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা স্বীকার করেছেন, উত্তর কোরিয়ার ড্রোন দক্ষিণ কোরিয়ার নো-ফ্লাই জোন থেকে ৩.৭ কিলোমিটার ভেতরে একেবারে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে চলে গেছে।

উত্তর কোরিয়ার ড্রোনগুলো দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ঢোকার পর সিউলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে গোলা ছোঁড়া হয়। এমনকি দক্ষিণ কোরিয়ার যুদ্ধবিমানগুলোও আকাশে উড়তে শুরু করে। কিন্তু সেগুলো উত্তর কোরিয়ার ড্রোন নামাতে কিংবা ড্রোনগুলোকে টার্গেট করতে সক্ষম হয়নি। উল্টো বরং নিজেদেরই একটি যুদ্ধবিমান অজানা কারণে বিধ্বস্ত হয়েছে।

এদিকে উত্তর কোরিয়ার ড্রোন যদি আবার দক্ষিণ কোরিয়ার আকাশসীমা লঙ্ঘন করে তাহলে দুই কোরিয়ার মধ্যকার ২০১৮ সালের সামরিক চুক্তি স্থগিত করার বিষয়টি বিবেচনার হুশিয়ারি দেয় সিউল প্রশাসন। উত্তর কোরিয়া জানিয়েছে, আমেরিকা যতদিন এ অঞ্চলে বিচরণ করবে এবং তাদের মিত্র জাপান ও কোরিয়ার সঙ্গে যৌথ মহড়া চালাবে ততদিন পিয়ংইয়ং তার ক্ষেপণাস্ত্র, সামরিক এবং পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply