ব্রিটিশ যুবরাজ হ্যারির বিরুদ্ধে নিরীহ আফগানদের হত্যার অভিযোগ তুলেছে তালেবান। তাদের দাবি, যুদ্ধাপরাধ করেছেন প্রিন্স হ্যারি। খবর আল জাজিরা’র।
নিজের স্মৃতিকথায় রাজপরিবারের কলহের নানা বিস্ফোরক তথ্যের পাশাপাশি, সামরিক বাহিনীর দায়িত্ব পালনের সময় ২৫ আফগান নাগরিককে হত্যার কথা জানান ডিউক অব সাসেক্স। এ ঘটনা প্রকাশের পর তীব্র নিন্দা জানায় আফগানিস্তানে ক্ষমতাসীনরা।
আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তালেবান নেতা আনাস হাক্কানি বলেন, প্রিন্স হ্যারির অভিযানের সময় হেলমান্দে কোনো হামলা চালায়নি মুজাহিদিনরা। তাই হত্যাকাণ্ডের টার্গেট হয়েছিল সাধারণ মানুষ।
হ্যারির ওই অভিযানকে, ২০ বছরের পশ্চিমা শাসনামলে হওয়া বহু যুদ্ধাপরাধের মধ্যে একটি ঘটনা হিসেবে উল্লেখ করেন তালেবান নেতা। আফগানদের ‘দাবার গুটি’ বলা নিয়েও সমালোচনা করেন তিনি।
২০০৭-০৮ ও ২০১২-১৩ সালে দুই মেয়াদে আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন ডিউক অব সাসেক্স।
/এনএএস
Leave a reply