রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কমেনি শীতের দাপট; বরং ঘন কুয়াশার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ভোগান্তি বেড়েছে রাজধানীবাসীর।
শনিবার (৭ জানুয়ারি) গত কয়েকদিনের তুলনায় কুয়াশা ও শীতের মাত্রা বেড়েছে রাজধানীতে। সূর্যের দেখা না মেলায় কনকনে ঠাণ্ডায় জবুথবু শহরবাসী।
তীব্র শীতে সব থেকে বেশি ভোগান্তিতে রাজধানীর খেটে খাওয়া শ্রমজীবী ও ছিন্নমূল মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না অনেকেই। দিনের মধ্যভাগে সূর্যের দেখা মিলবে বলে জানিয়েছিলো আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস, এ অবস্থা থাকতে পারে আগামী আরও দু-একদিন।
/এসএইচ
Leave a reply