দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন কার্যালয়ে আম আদমি পার্টি ও বিজেপি কাউন্সিলরদের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে দিল্লির রাজনীতিতে। খবর দ্য ইকনোমিক টাইমসের।
শুক্রবার (৬ জানুয়ারি) নতুন মেয়র নির্বাচন নিয়ে বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে। মেয়র নির্বাচনের আগে কাউন্সিলরদের শপথ গ্রহণ হওয়ার কথা ছিল এদিন। তবে নির্বাচিত কাউন্সিলরদের আগে প্যানেল মনোনীত এক কাউন্সিলরকে শপথ গ্রহণের জন্য আহ্বান জানান অস্থায়ী স্পিকার। এ নিয়ে অসন্তোষ ছড়ায় আম আদমি পার্টির নেতাদের মাঝে।
এসময় দু’পক্ষই নরেন্দ্র মোদি ও কেজরিওয়ালের বিরুদ্ধে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকেন। বাদানুবাদের এক পর্যায়ে তা রূপ নেয় সংঘাতে। দুই দলের নেতারাই একে অপরের উপর চড়াও হন। হাতাহাতির পর একে অপরের দিকে চেয়ারও ছুড়ে মারেন নেতারা। এতে আহত হন বেশ কয়েকজন। অপ্রীতিকর এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে মেয়র ও উপমেয়র নির্বাচন।
এসজেড/
Leave a reply