যুদ্ধবিরতির কথা বললেও বিভিন্ন স্থানে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী। এমন অভিযোগ করেছে ইউক্রেন। একাধিক স্থানে গোলাগুলির ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে বলেও দাবি জানাচ্ছে কিয়েভ। খবর দ্য গার্ডিয়ানের।
ইউক্রেনের দাবি, খেরসনে একটি ফায়ার স্টেশনে রুশ হামলায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। পূর্বাঞ্চলীয় শহর ক্রামাতোরস্কেও হামলা হয়েছে বলে দাবি কিয়েভের। এ হামলায় বিধ্বস্ত হয়েছে বহু ঘর-বাড়ি। লুহানস্কে বাসিন্দাদের গীর্জায় না যাওয়ার পরামর্শ দিয়েছে ইউক্রেনীয় প্রশাসন। বাখমুতেও দুই তরফে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে।
এদিকে, মস্কোর দাবি, কেবল কিয়েভের হামলার জবাবেই গোলাবর্ষণ করেছে তাদের সেনারা। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়, দোনেৎস্কে হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।
অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষ্যে একতরফা ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা দেয় রাশিয়া। এটি কার্যকর হয় শুক্রবার মস্কোর স্থানীয় সময় বেলা ১২টা থেকে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, সেনা পুনর্বিন্যাসের প্রয়োজনেই এমন পদক্ষেপ নিয়েছে মস্কো।
এসজেড/
Leave a reply