নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদী থেকে অস্ত্রসহ আট ডাকাত সদস্য গ্রেফতার

|

সিনিয়র করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ধলেশ্বরী নদীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। এসময় পুলিশ কনস্টেবল আনোয়ার ও উপ-পরিদর্শক হাবিবকে কুপিয়ে আহত করে ডাকাতরা।

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ময়না খান, বাবুল হক, আরাফাত হাওলাদার, হাররুন বেপারী, হৃদয় খান, শাহ আলম, শাহজাহান ও সোজাত হাওলাদার।

বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু মিয়া জানান, রাতে বক্তাবলী এলাকায় কনকর্ড ফিলিং স্টেশনের সামনে একটি নৌকায় ১২-১৫ জনের ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাই আমরা। এসময় পুলিশ তাদের ধাওয়া করলে একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা ইটপাটকেল এবং গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়লে একজন ডাকাত সদস্য গুলিবিদ্ধ হন।

পরে নৌ-পুলিশ ও আশেপাশের নৌ শ্রমিকরা আটজনকে আটত করে। এ সময় তাদের কাছ থেকে রাম দা, লোহার কাটার, শাবল, টর্চ লাইট ও কাঠের লাঠি জব্দ করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, কেরানীগঞ্জ ও মুন্সীগঞ্জের নৌ-পথে ডাকাতি করে আসছিল বলে জানায় নৌ-পুলিশ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply