শ্যুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠি। ভারতের হায়দরাবাদে রামোজি ফিল্ম সিটিতে একটি অ্যাকশন দৃশ্য চলাকালে ঘটে দুর্ঘটনা। তাতেই আহত হয়েছেন রোহিত। খবর আনন্দবাজার পত্রিকার।
সম্প্রতি রামোজি ফিল্ম সিটিতে ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজের শ্যুটিং চলছিল। সেখানে একটি গাড়ির পেছনে ধাওয়া করছিলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। কাছেই ছিলেন পরিচালক। তবে আচমকাই দুর্ঘটনা ঘটে। এতে হাতে গুরুতর আঘাত পান রোহিত।
সূত্র বলছে, হাতে গভীর আঘাত পান রোহিত শেঠি। সাথে সাথেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাতে ছোট একটি অস্ত্রপচার করতে হয় পরিচালকের। কয়েক ঘণ্টা পর রিলিজ পান হাসপাতাল থেকে। এ ঘটনায় আঘাত পেয়েছিলেন সিদ্ধার্থও।
এসজেড/
Leave a reply