বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের প্রধান কোচ হিসেবে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার নাভিদ নেওয়াজকে নিয়োগ দিয়েছে বিসিবি। ২০২০ যুব বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে নিয়োগ দিয়েছে বোর্ড।
অনূর্ধ্ব ১৯ দলের সকল কার্মকাণ্ড দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে ৪৪ বছর বয়সী এই লঙ্কানের হাতে। ২০০৪ সালে অবসরে যাবার পর থেকে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি।
২০০৯ থেকে ১৪ পর্যন্ত শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দলের হেড কোচ হিসেবে কাজ করেছেন নাভিদ। লঙ্কানদের এমার্জিং প্লেয়ার স্কোয়াডেও ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।
কোচিংয়ে লেভেল থ্রি ডিগ্রিধারী এই নাভিদ জাতীয় দলের হয়ে খেলতে না পারলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন ব্যাটসম্যান হিসেবে।
Leave a reply