টি-টোয়েন্টিতে ৩য় বারের মতো সেঞ্চুরি করার অনন্য এক রেকর্ড গড়েছেন ভারতের সুরিয়াকুমার ইয়াদাভ। তার অপরাজিত ৫১ বলে ১১২ রানের ইনিংসে ভর করে সিরিজ নির্ধারণী ৩য় ও শেষ টি-টোয়েন্টিতে লঙ্কানদের ২২৯ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা।
ভারতের রাজকোটে অবশ্য শুরুটা ভালো করেছিল লঙ্কান বোলাররা। প্রথম ওভারেই মাদুশানাকা ইশান কিষানকে ফেরান ধানাঞ্জয়ার হাতে ক্যাচ বানিয়ে। ২য় উইকেট জুটিতে রাহুল ত্রিপাঠির সাথে ৩১ বলে ৪৯ রানের জুটি গড়ে সেই ধাক্কা সামাল দেন শুভমান গিল। ত্রিপাঠি ফেরেন ১৬ বলে ৩৫ রান করে।
এরপর শুরু হয় সুরিয়াকুমারের ব্যাটিং তাণ্ডব। ৩য় উইকেটে গিলকে সাথে নিয়ে ১১১ রানের জুটি গড়েন টি-টোয়েন্টির এই বিধ্বংসী ব্যাটার। গিল আউট হন ৩৬ বলে ৪৬ রান করে।
তবে লঙ্কান বোলারদের মূল সমস্যা ছিলেন সুরিয়াকুমার। ২৬ বলে অর্ধশতক করার পর আরও জ্বলে ওঠে এই ভারতীয় ব্যাটার। পরের ২৫ বলে করেছেন ৬১ রান। ৯টি ছয় আর ৭টি চারে শেষ পর্যন্ত ৫১ বলে ১১২ রানে অপরাজিত থাকেন তিনি।
শেষ দিকে আক্সার পাটেলের ৯ বলে ২১ রানের ক্যামিওতে ৫ উইকেটে ২২৮ রানে থামে ভারতের ইনিংস। এর আগে প্রথম ম্যাচে ভারতের ২ রানের জয়ের পর ২য় ম্যাচে শ্রীলঙ্কা ১৬ রানে জিতে সিরিজে সমতা আনে।
/এ এইচ
Leave a reply