লুনার নিউ ইয়ার বা চন্দ্র নববর্ষকে ঘিরে ফের শঙ্কা বাড়াচ্ছে চীনের করোনা পরিস্থিতি। প্রতিদিন কোটি মানুষের ভ্রমণে, ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রের বাইরে চলে যাবে বলে উদ্বেগ জানানো হচ্ছে। বিষয়টিকে কেবল চীন নয়, গোটা বিশ্বের জন্যই হুমকি মনে করছেন বিশেষজ্ঞরা।
অল্প কদিন পরই, শুরু চীনের সবচেয়ে বড় উৎসব- চন্দ্র নববর্ষ। পরিবার-পরিজনের সাথে চৈনিক নতুন বছর বরণ করে নিতে কোটি কোটি মানুষ ছুটছে শেকড়ের টানে। ফলে রেল স্টেশন, বিমানবন্দরগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড়। করোনার আশঙ্কাজনক বিস্তারক উপেক্ষা করেই ছুটছেন সাধারণ মানুষ।
নতুন করে, করোনার বিস্তারে রীতিমত ধরাশায়ী চীনের চিকিৎসাখাত। দৈনিক সংক্রমণ নিয়েও রয়েছে ভয়াবহ তথ্য। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রণহীন ভ্রমণে মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে শঙ্কিত প্রশাসন।
চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পরিচালক জিয়াও ইয়াহুই বলেন, লুনার নিউ ইয়ার উপলক্ষে বিপুল সংখ্যক মানুষ ভ্রমণ করছে। এতে গ্রাম, শহর- সব জায়গাতেই ভাইরাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এমনটা হলে চিকিৎসাখাত পুরোপুরি ভেঙে পড়বে।
চৈনিক নতুন বছর উপলক্ষে সবচেয়ে দীর্ঘ ছুটি পায় চীনারা। বছরের এই সময়টাতে সর্বোচ্চ চাপ থাকে দেশটির পরিবহন খাতে। প্রতিদিন ভ্রমণ করেন, কয়েক কোটি মানুষ।
/এনএএস
Leave a reply