জিদান নয়, আগামী বিশ্বকাপেও ফ্রান্সের দায়িত্বে দেশম

|

ছবি: সংগৃহীত

হেড কোচ দিদিয়ের দেশমের সাথে চুক্তি নবায়ন করেছে ফ্রান্স। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত লা ব্লুজদের কোচের দায়িত্বে থাকছেন খেলোয়াড় ও কোচ উভয় ভূমিকাতেই বিশ্বকাপ জয়ী দেশম। দেশমের চুক্তি নবায়নে জিদানের ফ্রান্সের কোচ হবার গুঞ্জনের সমাপ্তি ঘটলো। খবর মার্কার।

কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে হারলেও হেড কোচ দেশমকে ধরে রাখছে ফ্রান্স। আরও চার বছরের জন্য চুক্তি নবায়ন করেছে দুই পক্ষ। ২০১২ সালের জুলাইয়ে ফ্রান্সের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতীয় দলকে ২০১৮ বিশ্বকাপ ও ২০২১ সালের উয়েফা নেশনস কাপ জিতিয়েছেন দেশম। সবকিছু ঠিক থাকলে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত এমবাপ্পেদের কোচের দায়িত্বে থাকবেন এই কোচ।

চুক্তি নবায়ন করার বিষয়টি নিজেই দিয়েছেন ৫৪ বছর বয়সী দেশম। ২০২৬ সালে কানাডা-যুক্তরাষ্ট্র-মেক্সিকোতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। জাতীয় দলের কোচ হিসেবে ১৩৯ ম্যাচে কেবল ২২টি হেরেছেন দেশম, জিতেছেন ৮৯ বার।

আরও পড়ুন: হার দিয়ে বছর শুরু রিয়ালের

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply