পেরুতে পরিত্যক্ত বাড়ি থেকে তিন টন মাদক উদ্ধার

|

পেরুতে পরিত্যক্ত একটি বাড়ি থেকে তিন টন মাদক উদ্ধার করল পুলিশ। কতৃপক্ষ জানায়, গত দুই বছরে জব্দকৃত মাদকের মধ্যে এটি সবথেকে বড় চালান। খবর রয়টার্সের।

আটক করা হয় চার জনকে। দেশটির নিরাপত্তা বাহিনী শনিবার অভিযানের ভিডিও প্রকাশ করে। গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার (৬ জানুয়ারি) পশ্চিম পেরুর ক্যালাও শহরে অভিযান চালায় পুলিশ। সেখানে পরিত্যক্ত বাড়ির মেঝে খুঁড়ে পায় ৫১টি বস্তায় প্রায় ৮০ প্যাকেট কোকেন। বেশ কিছুদিন যাবত বাড়িটির উপর নজর রাখা হচ্ছিল। বাড়িটির অস্থায়ী মেঝেতে লুকিয়ে রাখা হয়েছিলো পরদিন চালানের জন্য।

কলম্বিয়ার পরে কোকেনের অন্যতম বৃহৎ উৎপাদনকারী দেশ পেরু। সম্প্রতি ক্রমবর্ধমান মাদক ব্যবসা বন্ধ করতে বিশেষ উদ্যোগ শুরু করেছে প্রশাসন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply