Site icon Jamuna Television

সাতক্ষীরায় স্কুল শিক্ষকের আত্মহত্যা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৬

ছবি: বাঁ থেকে স্কুল শিক্ষক ও ইউপি চেয়ারম্যান

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে শিক্ষক আবুল বাসারের আত্মহত্যা প্ররোচনা মামলায় কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমসহ ছয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর টিকাটুলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার গ্রেফতারকৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, একই এলাকার শেখ সালাউদ্দীন আহম্মেদ, আব্দুল মান্নান, আব্দুল মজিদ, জাকির হোসেন ও আলী মোর্তজা।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, ৪ জানুয়ারি কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার আত্নহত্যা করেন। এ ঘটনায় প্রধান শিক্ষকের স্ত্রী নুরুন্নাহার পারভীন বাদী হয়ে শ্যামনগর থানায় একটি আত্মহত্যা প্ররোচনা মামলা করেন। মামলার আসামি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, স্কুলের শিক্ষকসহ সাতজন। মামলার পর আসামিরা পালিয়ে যায়। রাজধানীর টিকাটুলি থেকে ছয়জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

পরিবারের দাবি, বিদ্যালয় পরিচালনা পর্ষদের শোকজ নোটিশ পেয়ে আত্মহত্যা করেন ওই শিক্ষক।

এটিএম/

Exit mobile version