Site icon Jamuna Television

বাইডেনের সফরকে ঘিরে মেক্সিকো সীমান্তে উত্তেজনা

জো বাইডেন।

মেক্সিকো সীমান্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে এল পাসো সীমান্তে বিক্ষোভ করেছে কয়েকশ অভিবাসন প্রত্যাশী। খবর ওয়াশিংটন পোস্টের।

ব্যানার ফেস্টুন নিয়ে বর্ডার এলাকায় জমায়েত হন তারা। অভিবাসন প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের সীমান্ত উন্মুক্ত করার দাবি জানান। একই সাথে মার্কিন অভিবাসন নীতি শিথিলেরও আহ্বান তাদের।

আজ রোববার স্থানীয় সময় বিকেলের দিকে সীমান্তবর্তী এলাকা সফর করবেন বাইডেন। সেখানে স্থানীয় প্রশাসনের সাথে সাক্ষাৎ করে সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন।

সম্প্রতি মেক্সিকো, ভেনেজুয়েলা, কিউবা, নিকারাগুয়ার বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশী এল পাসোর সীমান্ত এলাকায় ভিড় করেছে। তবে মার্কিন প্রশাসনের কঠোর নীতির কারণে প্রবেশাধিকার না মেলায় উত্তেজনা ছড়িয়েছে।

/এমএন

Exit mobile version