কাতার বিশ্বকাপ জয়ে এমিলিয়ানো মার্টিনেজের সেই ফাইনাল ম্যাচের অন্তিম সময়ে করা বিখ্যাত সেভকে কে ভুলতে পারে! বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা স্কোয়াডের সদস্য আলেহান্দ্রো পাপু গোমেজও ভুলে যাননি এমির সেই বীরত্বপূর্ণ মুহূর্ত। নিজ পায়ে সেই সেভের ট্যাটু করিয়ে এমি মার্টিনেজের প্রতি সম্মান প্রদর্শন করেছেন সেভিয়া মিডফিল্ডার পাপু গোমেজ। খবর গোল ডটকমের।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে নতুন তিনটি ট্যাটুর কয়েকটি ছবি প্রদর্শন করেছেন পাপু গোমেজ। স্বাভাবিকভাবেই তাতে ছিল বিশ্বকাপ জয়ের ছোঁয়া। আর্জেন্টিনার জার্সিতে নিজের নাম লেখা ট্যাটু এর মধ্যে একটি। আরেকটি ট্যাটু করিয়েছেন বিশ্বকাপ ট্রফির আদলে। তৃতীয় ট্যাটুতেই আছে এমিলিয়ানো মার্টিনেজের এই বিশ্ববিখ্যাত সেভ; যা প্রকারান্তরে হয়ে উঠেছে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের অন্যতম প্রতীক।
লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার ফাইনালকে বিবেচনা করা হচ্ছে বিশ্বকাপ ইতিহাসেরই সেরা ফাইনাল হিসেবে। ম্যাচের অতিরিক্ত ৩০ মিনিটেরও তখন অন্তিম সময়। ফরাসি স্ট্রাইকার কোলো মুয়ানির সামনে কেবল আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কিন্তু কোলো মুয়ানির সামনে সেই একটি বাধাই হয়ে দাঁড়ালো পাহাড়সম। অবিশ্বাস এক সেভে ম্যাচকে টাইব্রেকারে নিয়ে যান এমি; যেখানে আরেক প্রস্থ বীরত্ব দেখিয়ে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপের স্বাদ পেতে মুখ্য ভূমিকা পালন করেন তিনি। ট্যাটুতে সেই সেভের সময়টিও উল্লেখ আছে, ১২২ মিনিট ৪৩ সেকেন্ড। অতিরিক্ত ৩ মিনিটের হিসেবে সেটাই ছিল ম্যাচের শেষ দিককার শট।
আরও পড়ুন: লিওনেল স্কালোনিকে স্প্যানিশ ক্লাব মায়োর্কার রাজসিক সংবর্ধনা
/এম ই
Leave a reply