তিউনিসিয়ায় নৌকাডুবিতে নিহত ৫ অভিবাসন প্রত্যাশী, নিখোঁজ অন্তত ১০

|

তিউনিশিয়ার উপকূলে আবারও নৌকাডুবিতে প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে, নিখোঁজ আছেন কমপক্ষে আরও ১০ জন। নিহত অভিবাসন প্রত্যাশীদের সকলেই আফ্রিকার নাগরিক। খবর রয়টার্সের।

শনিবার (৭ জানুয়ারি) তিউনিসিয়া কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। জানানো হয়, শুক্রবার স্ফ্যাক্স অঞ্চলের লুয়াটা উপকূলে এ দুর্ঘটনা ঘটে। ভূমধ্যসাগর পার হয়ে ইতালি যাওয়ার পথেই দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড সদস্যরা।

সাম্প্রতিক সময়ে তিউনিসিয়ায় অভিবাসন প্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা বাড়ছে। মূলত অর্থনৈতিক অস্থিরতার জেরে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের নাগরিকরা এই রুটে ইউরোপে প্রবেশের চেষ্টা করে।

আন্তর্জাতিক অভিবাসী সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণহানি ও নিখোঁজ হয়েছেন ২৫ হাজারের বেশি মানুষ। প্রতিনিয়তই বাড়ছে এ সংখ্যা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply