বাংলাদেশের উন্নয়ন সারাবিশ্ব দেখলেও বিএনপির চোখে পড়ে না। পদ্মা সেতু পার হয়ে তারা বলে কিছুই হয়নি, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (৮ জানুয়ারি) চট্টগ্রামে ভারতীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। জানান, এ অঞ্চলের সামগ্রিক উন্নয়নে উভয় দেশ কাজ করছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন ভারতের কলকাতা বো আসামের ৩০ সাংবাদিকের প্রতিনিধি দল। তাদের নিয়েই চট্টগ্রাম প্রসক্লাবে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
বাংলাদেশ সফরে এসে পদ্মাসেতু, কর্ণফুলী নদীর তলদেশে টানেলসহ বিভিন্ন মেগা প্রকল্প দেখে অভিভূত প্রতিনিধি দলটি। চট্টগ্রাম বন্দরের গুরুত্বও তুলে ধরেন তারা।
মতবিনিময় সভায় বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন তথ্যমন্ত্রী। পাশাপাশি সমালোচনা করেন বিএনপির।
/এমএন
Leave a reply