ভারতের শিশু শোধনাগারে বিভিন্ন মেয়াদে আটক থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছে ৪ শিশু-কিশোর।
শূন্য রেখায় ভারতের হিলি অভিবাসন পুলিশ, বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে শিশু-কিশোরদের হস্তান্তর করে। দেশে ফেরত আসা শিশু-কিশোরদের বয়স ১৪ থেকে ১৬ বছর এর মধ্যে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, এসব কিশোররা দেড় থেকে দুই বছর আগে কাজের সন্ধানে দালালের মাধ্যমে সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে সে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের আটক করে ভারতের দক্ষিণ দিনাজপুর শিশু শোধনাগারে পাঠায়। সেখানে প্রায় দুই বছর আটকের পর দু’দেশের আইনি প্রক্রিয়া শেষ হয়।
শিশুদের বাড়ি নওগাঁ, দিনাজপুরের ও ঝিনাইদহে। আইনী প্রক্রিয়া শেষ হওয়ায় আজ শিশুদের তাদের অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
Leave a reply