সেনেগালের কাফরিন অঞ্চলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছে ৩৯ জন। এতে আহত হয়েছে আরও শতাধিক মানুষ। খবর রয়টার্সের।
রোববার (৮ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্ট ম্যাকি সাল সাংবাদিকদের এ তথ্য জানান। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে বাসের টায়ার ফেটে যাওয়াকে দায়ী করা হয়েছে।
প্রেসিডেন্ট বলেন, আমরা এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু উজ্জ্বল প্রাণ হারিয়েছি। আগামীকাল প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবেন।
এ ঘটনায় সোমবার থেকে দেশটিতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া এ সময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখারও নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এটিএম/
Leave a reply