মেক্সিকো সীমান্তে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

|

ছবি: সংগৃহীত

ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত সফর করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। অভিবাসন প্রত্যাশীদের পরিস্থিতি সরেজমিনে দেখতে, রোববার (৮ জানুয়ারি) টেক্সাসের এল পাসো শহরে যান তিনি।

টেক্সাসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এল পাসো এলাকাটি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী প্রবেশের অন্যতম প্রধান করিডোর। সেখানে সফরে গিয়ে বাইডেন ঘুরে দেখেন আশ্রয়প্রার্থীদের কেন্দ্র। কথা বলেন সীমান্ত এজেন্টদের সাথে। নতুন অভিবাসন নীতি ঘোষণার পর বাইডেনের এ সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে।

ছবি: সংগৃহীত

কয়েক ঘণ্টার সফরে যুক্তরাষ্ট্র-মেক্সিকোর মধ্যবর্তী সীমান্ত দেয়াল পরিদর্শন করেন মার্কিন প্রেসিডেন্ট। অবৈধ আশ্রয় প্রার্থীদের ঢল ঠেকাতে গত সপ্তাহে নতুন অভিবাসন নীতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র। বৈধ আবেদনের সুযোগ দেয়া হয় কিউবা, হাইতি, নিকারাগুয়াসহ কয়েকটি দেশের নাগরিকদের। ত্রিদেশীয় সম্মেলনে যোগ দিতে এল পাসো থেকে এয়ারফোর্স ওয়ানে চেপে মেক্সিকোর দিকে রওনা হন বাইডেন। মেক্সিকো সিটির কাছাকাছি বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রেদর।

এর আগে, মেক্সিকো সীমান্তে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সফরকে ঘিরে ছড়ায় উত্তেজনা। শনিবার বিকেলে এল পাসো সীমান্তে বিক্ষোভ করে কয়েকশ’ অভিবাসন প্রত্যাশী। ব্যানার ফেস্টুন নিয়ে বর্ডার এলাকায় জমায়েত হন তারা। অভিবাসন প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের সীমান্ত উন্মুক্ত করার দাবি জানান। একই সাথে মার্কিন অভিবাসন নীতি শিথিলেরও আহ্বান তাদের।

সম্প্রতি মেক্সিকো, ভেনেজুয়েলা, কিউবা, নিকারাগুয়ার বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশী এল পাসোর সীমান্ত এলাকায় ভিড় করেছে। তবে মার্কিন প্রশাসনের কঠোর নীতির কারণে প্রবেশাধিকার না মেলায় উত্তেজনা ছড়িয়েছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply