৫-৭টি ব্যতীত সব দেশীয় ব্যাংক দেউলিয়াত্বের পথে: গয়েশ্বর

|

রাজশাহী জেলা ও নগর বিএনপি আয়োজিত অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রাজশাহী ব্যুরো:

পাঁচ থেকে সাতটি ব্যাংক ছাড়া দেশি সব ব্যাংক দেউলিয়াত্বের পথে আছে; যখন-তখন সেগুলো বন্ধ হয়ে যাবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিএনপি ঘোষিত ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিষয়ক অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, আপনি ব্যাংকে যত কোটি টাকাই রাখেন না কেন, এক লক্ষ টাকার বেশি পাবেন না।

এ সময় তিনি বলেন, বর্তমান বিচার বিভাগের দ্বারা দেশে আইনের শাসন নিশ্চিত করা সম্ভব নয়। যার কারণে বেগম খালেদা জিয়া ও বিএনপি ন্যায়বিচার পাচ্ছে না।

রাজশাহী জেলা ও নগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলটির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এএআর/ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply