বয়সের নিষেধাজ্ঞা উঠলো, এই বছর ১ লাখ ২৭ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন

|

ফাইল ছবি।

২০২৩ সালের হজের জন্য সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। চুক্তি অনুয়ায়ী এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জন মুসল্লি হজ পালন করার সুযোগ পাবেন। সেই সাথে ৬৫ বছর বয়সীদের ওপর নিষেধাজ্ঞা উঠে গেছে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে সৌদি আরবের জেদ্দায় হজ চুক্তি সম্পন্ন হয়। ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম ও হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম।

করোনার কারণে দুই বছর বাংলাদেশে থেকে সৌদি আরব গিয়ে হজ পালন করতে পারেনি মুসল্লিরা। গত বছর শর্তসাপেক্ষে হজ পালনের সুযোগ পেয়েছিল ৫৭ হাজারের মতো মুসল্লি। তাও নানা শর্ত ছিল সৌদি আরবের পক্ষ থেকে।

হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম জানিয়েছেন, এবার ৬৫ বছরের বেশি বয়সের মুসল্লিরাও হজে যেতে পারবেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply