দল-রাষ্ট্র-সরকার-সাংবিধানিক প্রতিষ্ঠান সব এখন একাকার: আলাল

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল ও সাংবিধানিক প্রতিষ্ঠান এগুলো আলাদা জিনিস। কিন্তু বর্তমান সরকার এগুলো সব একাকার করে ফেলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। বলেন, এ চারটি বিষয় কখনো এক হতে পারে না।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জে জেলা বিএনপি আয়োজিত আন্দোলনের ১০ দফা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ব্যাখ্যা ও বিশ্লেষণ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সমাজের এমন কোনো জায়গা নেই, যেখানে ক্ষত সৃষ্টি না করেছে সরকার। হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। তাদের আমলে যত টাকা পাচার হয়েছে, তা দিয়ে ৫০টি পদ্মা সেতু করা যেতো। আজ কোথাও ভোট নেই। কোনো প্রতিষ্ঠানে ভোট হয় না। মসজিদে ইমাম নিয়োগ কমিটি গঠনেও ভোট করতে দেয় না। ভোট চুরি বাদই দিলাম, ছাগল চুরি থেকে ব্যাংকের রিজার্ভ চুরি সবই আওয়ামী লীগের দখলে।

জনগণ বিকল্প শক্তি হিসেবে বিএনপিকে চায় উল্লেখ করে দলটির এ নেতা বলেন, নিজের নেতা বক্তব্য দেবে, সে মঞ্চই ঠিক মতো বানাতে পারে না আওয়ামী লীগ। সেটা ভেঙে পড়ে যায়। তাহলে তারা কী করবেন? তাদের জনগণ চায় না। রাষ্ট্রের মেরামত প্রয়োজন। বিকল্প শক্তি হিসেবে মানুষ বিএনপিকে দেখতে চায়। এ সরকারের পতনের মাধ্যমে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে। বিএনপির প্রস্তুতির জন্যই ১০ দফা।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহজাহান খানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত হোসেন সপু। এ সময় দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply