পল্লবীতে থামবে মেট্রোরেল, সময়সূচিতেও পরিবর্তন

|

ফাইল ছবি।

আগামী ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনেও থামবে মেট্রোরেল। এছাড়া, প্রতিটি মেট্রোরেলে ২০০ যাত্রী পরিবহনের বাধ্যবাধকতা থাকছে না বলে জানিয়েছেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে নিজ কার্যালয়ে মেট্রোরেল চলাচলের প্রথম ১০ দিনের পর্যালোচনা নিয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, মেট্রোরেল চলাচলের সময়সূচিতেও এসেছে পরিবর্তন। এখন থেকে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চলবে মেট্রোরেল। তবে, স্টেশনগুলোর কলাপসিবল গেট খোলা হবে সকাল ৮টায়।

ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আরও জানান, প্রথম ১০ দিনে ৯০ হাজার যাত্রী মেট্রোরেলে চড়েছে। এতে আয় হয়েছে ৮৮ লাখ টাকা। আগামী জুনে আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেলের ট্রায়াল শুরু হবে, জানান এ কর্মকর্তা।

আরও পড়ুন: মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল: প্রধানমন্ত্রী

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply