গোয়ালন্দে হাসপাতালে ঢুকে চিকিৎসককে জিম্মি করে ছিনতাই, গ্রেফতার ৩

|

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী চিকিৎসক আবুল কালাম আজাদ‌ গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন।

রোববার (৮ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হ‌লেন, গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের মো. আব্দুল গনির ছেলে মো. রনি (২৫), ৩নং ওয়ার্ডের কুমড়াকান্দি মহল্লার মো. সামছুর ছেলে মো. ইমরান হোসেন (২৬) এবং নছরউ‌দ্দিন সরদার পাড়ার চে‌নির‌দ্দিনের ছে‌লে রু‌বেল ফ‌কির ওর‌ফে সোনা (২৮)।

জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন মো. আবুল কালাম আজাদ। এ সময় দু’জন দুর্বৃত্ত ওই কক্ষে প্রবেশ করে তাকে পিস্তল ও ধারালো ছুরির দিয়ে জিম্মি করে ফেলে। দুর্বৃত্তরা তার কাছে থাকা নগদ ৬ হাজার টাকা ও তার ব্যবহৃত এক‌টি ফোন ছিনিয়ে নিয়ে যায়। ওই সময় দূর্বৃত্তরা চি‌কিৎসক‌কে তার কক্ষের বাইরে থেকে আটকে দিয়ে চলে যায়। পরে তিনি চিৎকার করলে হাসপাতালের অন্যান্য স্টাফরা এসে তাকে উদ্ধার করে।

এ নিয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, হাসপাতা‌লে ঢু‌কে ছিনতাই‌য়ের ঘটনায় এক‌টি মামলা হ‌য়ে‌ছে। মামলার প্রেক্ষি‌তে ঘটনার সা‌থে জ‌ড়িত তিনজনকে আটক করা হয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply