গাইবান্ধায় ডলার প্রতারক চক্রের দুই সদস্য গ্রেফতার

|

গ্রেফতারকৃত দুই প্রতারক।

গাইবান্ধা প্রতিনিধি:

ডলার দেয়ার নামে প্রতারণার মামলায় গাইবান্ধার সাদুল্যাপুর থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণা করে হাতিয়ে নেয়া ২২ হাজার টাকা উদ্ধার করা হয়।

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে সাদুল্যাপুরের বড় জামালপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আনাস আলী (৩৭) ও সাদেকুল ইসলাম (৩৫)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, গ্রেফতার আনাস আলী ও সাদেকুল ইসলাম ডলার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা ডলার দেয়াসহ বিভিন্নভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো। প্রতারণায় ঘটনায় তাদের বিরুদ্ধে আটটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তারা ডলার প্রতারণার কথা স্বীকার করেছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তাদের সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

ওসি আরও জানান, আনাস আলী ও সাদেকুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজন মোবাইল ফোনের মাধ্যমে চট্রগ্রামের এক নারীর সঙ্গে সখ্যতা তৈরি করে। গত ২২ ডিসেম্বর দুপুরে ওই নারীকে ডলার দেয়ার কথা বলে সাদুল্লাপুরে ডেকে নিয়ে আসে। পরে তারা ওই নারীকে প্রতারক চক্রের অপর সদস্য উজ্জ্বলের বাড়িতে নিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে একটি কার্টুনে কাগজের ভুয়া ডলার দেয়। পরবর্তীতে প্রতারণার ঘটনা বুঝতে পেয়ে ওই নারী তাদের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply