বিমান বাহিনীর জন্য স্মরণকালের সবচেয়ে বড় বিনিয়োগ করছে কানাডা। যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৮৮টি এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান কিনছে দেশটি। কানাডিয়ান সরকারের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া, গতকাল সোমবার (৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী অনিতা আনন্দ এ তথ্য নিশ্চিত করেন। জানান, মোট প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫২ বিলিয়ন ডলার। আপাতত ১৪ দশমিক ২ বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের সাথে।
অনিতা আনন্দ বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসন ও ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উসকানিমূলক আচরণের প্রেক্ষিতে বিশেষ গুরুত্বপূর্ণ এই প্রকল্প।
তিন দশকে সবচেয়ে বড় বিনিয়োগের মধ্য দিয়ে রয়্যাল কানাডিয়ান এয়ারফোর্সের আধুনিকায়ন করতে চাইছে দেশটি। পাল্টে ফেলতে চাইছে এতদিন বহরে থাকা বোয়িং সিএফ-এইটিন যুদ্ধবিমান। যেগুলোর কোনো কোনোটি ৪০ বছরের পুরোনো। প্রথম চারটি যুদ্ধবিমান সরবরাহ করা হবে ২০২৬ সালে। বাকিগুলো যুক্ত হবে ২০৩২ থেকে ২০৩৪ সালের মধ্যে।
/এমএন
Leave a reply