মস্কো-গোয়াগামী ফ্লাইটে বোমা আতঙ্ক, গুজরাটে জরুরি অবতরণ

|

বোমা আতঙ্কে ২৪৪ আরোহী নিয়ে মস্কো থেকে গোয়াগামী ফ্লাইট জরুরি অবতরণ করলো গুজরাটে।খবর এনডিটিভির।

গতকাল সোমবার (৯ জানুয়ারি) গোয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলার জানায়, তারা নির্দিষ্ট ওই ফ্লাইটে বোমা বহনের তথ্য পায়। এরপরই জামনগর বিমানঘাঁটিতে সেটি নামানোর নির্দেশ দেয়া হয়। রাত ৯টা ৫০ মিনিটে জরুরি অবতরণ সেটি করে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং পুলিশের তৎপরতায় চালানো হয় তল্লাশি। আরোহীদের সরানো হয় নিরাপদ আশ্রয়ে।

তবে, প্রত্যেককে আলাদাভাবে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। ফ্লাইট ডেটা অনুযায়ী, বিমানটিতে ছিলেন ২৩৬ যাত্রী এবং ৮ জন ক্রু। তদন্তের স্বার্থেই ফ্লাইটের নাম এবং আরোহী ও পাইলটদের পরিচয় গোপন রাখা হয়েছে। সেটি অবতরণের কথা ছিল ডাবলিম এয়ারপোর্টে।

রাশিয়ার দূতাবাস থেকে জানানো হয়, ফ্লাইটের সবাই সুস্থ ও নিরাপদ আছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply