মাত্র ৩৩ বছর বয়সে সব ধরনের ফুটবল থেকে অবসর নিলেন গ্যারেথ বেল। ওয়েলসের সবচেয়ে বড় এই তারকার শেষটা ভালো না হলেও প্রতিভাবান এই ফুটবলারের ক্যারিয়ার ছিলো দারুণ বর্ণীল। ওয়েলসের পুনর্জাগরণের এই নায়ক নিজ দেশকে নিয়ে গেছেন ইউরোর দুইটি আসরে; ২০১৬ সংস্করণে খেলেছে সেমিফাইনাল। যে বয়সে অনায়াসে খেলা চালিয়ে যান অধিকাংশ ফুটবলার, তখনই এলো বেলের অবসরের ঘোষণা। অনেকের চেয়ে যে ভিন্ন ধাতুতে গড়া এই বা পায়ের গতিতারকা!
৫টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতা গ্যারেথ বেল বয়সভিত্তিক দলে নজর কেড়ে মাত্র ১৬ বছর বয়সে সাউদাম্পটনের মূল দলে ২০০৬ সালে যোগ দেন। বাঁ পায়ের দুর্দান্ত ফ্রি কিক থেকে অভিষেক গোলে বেল জানান দেন তার আগমনী বার্তা। পরের বছর অর্থাৎ, ২০০৭ সালে চার বছরের চুক্তিতে টটেনহ্যাম হটস্পারে যোগ দেন বেল। দুর্দান্ত গতিতে প্রতিপক্ষকে তাক লাগালো বেল লন্ডনের এই ক্লাবেই লেফট ব্যাক থেকে বনে যান লেফট উইঙ্গার। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে তার বিখ্যাত হ্যাটট্রিক জানান দেয়, মাঠের বাঁ প্রান্তে তার উপস্থিতিতে যেকোনো মুহূর্তেই ঝলকে উঠতে পারে বিদ্যুৎ!
টটেনহ্যামে ৬ বছর কাটিয়ে ২০১৩ সালে রেকর্ড পরিমাণ অর্থে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন বেল। রিয়ালের হয়ে প্রথম বছরটা ছিল দারুণ কেটেছে গ্যারেথ বেলের। রোনালদোর অনুপস্থিতিতে বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে’র ফাইনালে বিদ্যুৎ গতিতে মার্ক বার্ত্রাকে পেছনে ফেলে বেল করেন তার ক্যারিয়ারের অন্যতম আইকনিক গোল। একই মৌসুমে রায়ো ভায়োকানোর বিপক্ষেও অনেকটা একই ধরনের গোল করেন এই ওয়েলস উইঙ্গার। ক্রিস্টিয়ানো রোনালদো আর করিম বেনজেমার সাথে মিলে তৈরি করেন ভয়ঙ্কর ত্রয়ী ‘বিবিসি’। ২০১৭-১৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দুর্দান্ত এক বাইসাইকেল কিকের পাশাপাশি জোড়া গোল করে রিয়ালকে ট্রফি জেতানোর নায়ক ছিলেন বেল।
তবে শেষের দুই তিন বছর রিয়াল ভক্তদের কাছে ভিলেন হয়ে যান বেল। বিশেষ করে গুরুত্বের দিক দিয়ে সবার আগে ওয়েসল, তারপর গলফ ও এরপর মাদ্রিদ- এই ধারার কথা বলে ক্লাব ভক্তদের ভালোবাসা হারান বেল। তবে রিয়ালের হয়ে ৯ বছরে প্রচুর গোল করার পাশাপাশি ৫টি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ও তিনটি লা লিগা শিরোপা জেতেন বেল।
বেলের ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য লম্বা সময় পর ওয়েলসকে বিশ্বকাপে নিয়ে যাওয়া। তার নেতৃত্বেই কাতার বিশ্বকাপে জায়গা করে নেয় ওয়েলস। প্রচণ্ড প্রতিভাবান এক ফুটবলার ক্যারিয়ারে শেষ তিন চার বছর উদাসীন ছিলেন পেশাদার ক্যারিয়ার নিয়ে। হয়তো খেলাটা আর উপভোগ করছিলেন না তিনি, মজেছিলেন গলফ নিয়ে। শেষমেশ মাত্র ৩৩ বছর বয়সে ফুটবলকেই বিদায় জানালেন নিজ দেশের ইতিহাসে অন্যতম সেরা এই ফুটবলার।
আরও পড়ুন: অবসর নিলেন সাবেক রিয়াল তারকা গ্যারেথ বেল
/এম ই
Leave a reply