খাবারের লোভে তারা আন্দোলন করছে: ব্রাজিল প্রেসিডেন্ট

|

আন্দোলনের জন্য সাধারণ মানুষকে খাবারের লোভ দেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। তিনি বলেন, বিক্ষোভকারীদের খাবার সরবরাহ না করা হলে আন্দোলন কখনোই এতো সময় স্থায়ী হতো না। খবর বিবিসির।

এ নিয়ে প্রেসিডেন্ট বলেন, মূলহোতারা আন্দোলনে আসেনি, যারা এসেছে তাদের অনেকেই ভুক্তভোগী। খাবার আর সাহায্যের লোভে তারা আন্দোলন করছে। কারা অর্থ দিচ্ছে আর কারা ইন্ধন যোগচ্ছে তা বের করতে তদন্ত হবে। যাদের আটক করা হয়েছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা কারাগারে থাকবে বলেও জানান ব্রাজিল প্রেসিডেন্ট।

এদিকে, প্রেসিডেন্টের বাসভবন, পার্লামেন্ট এবং সুপ্রিমকোর্টের মতো গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলার ঘটনায় গণ গ্রেফতার শুরু হয়েছে ব্রাজিলে। রাজধানী ব্রাসেলসে অস্থায়ী ক্যাম্পগুলো থেকে সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর সমর্থকদের উচ্ছেদও করছে নিরাপত্তা বাহিনী। মূলহোতাদের খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্টের লুলা ডি সিলভা। বিশ্বনেতারাও নাশকতার এ ঘটনায় নিন্দা জানিয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply