খুলনায় মিললো জাল টাকা তৈরির কারখানা, আটক ২

|

জাল নোট তৈরির কারখানা থেকে গ্রেফতারকৃত সাইফুল ও জাহিদুল।

খুলনা ব্যুরো:

খুলনায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান মিলেছে। এ সময় ১৪ লাখ ৮৩ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-৬। আটককৃতরা হলেন রূপসা উপজেলার মো. সাইফুল জামান ও আড়ংঘাটা এলাকার মো. জাহিদুল ইসলাম।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় র‍্যাব কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে- একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে সেগুলো দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে। চক্রটি সাধারণ মানুষকে প্রতারিত করে বিপুল অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এমন সংবাদে সোমবার দিবাগত রাতে র‍্যাবের একটি দল খুলনার আড়ংঘাটা ও ফুলতলা উপজেলার দামোদর সাহাপাড়া এলাকায় অভিযান চালায়। আড়ংঘাটা এলাকা থেকে জাল টাকা তৈরি চক্রের সদস্য সাইফুল জামান ও জাহিদুল ইসলামকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

জব্দকৃত জাল নোট তৈরির সরঞ্জাম।

র‍্যাব-৬ এর অধিনায়ক আরও জানান, আটক দুজনের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ফুলতলা উপজেলার দামোদর সাহাপাড়া এলাকায় পরবর্তী অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় একটি ভাড়া বাড়ির ভেতরে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। ওই বাড়ি থেকে আরও ৪ লাখ ৮৩ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। একইসাথে ২টি প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন, ৭টি জাল টাকা তৈরির ডাইস, ফেভিকল আঠা ২টি, ১টি হেয়ার ড্রায়ার, ৩০০ পিস জল ছাপ সম্বলিত কাগজ, ২০টি কালার ফুলের সিল, ২০ বোতল জল রং, জাল টাকা তৈরির ২ কার্টন সাদা কাগজ উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ এর অধিনায়ক বলেন, চক্রটি ২০ কোটি টাকার জাল নোট তৈরির পরিকল্পনা করেছিল। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে তাদের এজেন্টদের মাধ্যমে এই জাল নোট সরবরাহ করতো তারা। বিশেষ করে ঢাকায় অনুষ্ঠিত বাণিজ্য মেলাসহ শীতকালীন মেলা ও কোরবানির গরুর হাটকে টার্গেট করে এসব জাল টাকা ছড়িয়ে দেয়া হয় বলে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply