স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:
আগামী জুন মাসেই পদ্মা রেল সেতুতে ঢাকা-ভাঙ্গা রুটে ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি জানান, এখন পর্যন্ত সার্বিক কাজের অগ্রগতি ৭৩ শতাংশ।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া রেলস্টেশন এলাকায় পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ভাঙা পর্যন্ত রেললাইন ছিল। তার সাথে সংযুক্ত করতে পারলে পদ্মা সেতু রেল চলাচলের জন্য উপযোগী করতে পারবো।
পদ্মা রেল সেতুর বিভিন্ন রুটে কাজের অগ্রগতি উল্লেখ করে মন্ত্রী জানান, ভাঙা থেকে মাওয়া পর্যন্ত কাজ শেষ হয়েছে। ভাঙা থেকে যশোর পর্যন্ত ৬০ ভাগ কাজ শেষ হয়েছে এবং ঢাকা থেকে মাওয়া পর্যন্ত শেষ হয়েছে ৬৯ ভাগ কাজ।
কনকনে শীতেও পদ্মা রেল সেতু নির্মাণের কাজ চলছে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, কাজ দিনরাত চলমান আছে। কনকনে শীতেও কাজ চলছে। দেশপ্রেম থেকে এখানকার সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। আমি তাদের ধন্যবাদ জানাই।
এসজেড/
Leave a reply