গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সেপটিক ট্যাংকের মাটি ধসে ১০ ফুট নিচে চাপা পড়া শ্রমিক বাবুল মিয়াকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আধা ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধারের পর চিকিৎসার জন্য ভর্তি করা হয় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাবলু মিয়াকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আরিফ মিয়া।
তিনি বলেন, সকাল থেকে হাসপাতাল মোড় এলাকায় মাটির নিচ থেকে ইট বের করার কাজ করছিলেন শ্রমিক বাবলু মিয়া। এ সময় দুপুরে হঠাৎ করেই পাশের নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকের মাটি ধসে পড়লে অন্তত ১০ ফুট গভীর একটি মাটির গর্তে আটকা পড়েন শ্রমিক বাবলু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ সদস্যের একটি টিম তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে, আধা ঘণ্টার চেষ্টায় গর্তের মাটি সরিয়ে বাবলুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, বাবলুর শরীর মাটির নিচে চাপা পড়ে থাকলেও গলা ও মুখ বাইরে ছিলো। এ কারণে অক্সিজেন সরবরাহ থাকায় তিনি বেঁচে গেছেন। তবে মাটিচাপাসহ আতঙ্কে কিছুটা অসুস্থ হয়েছেন তিনি। সেজন্য উদ্ধারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দীর্ঘ সময় গর্তের নিচে মাটি চাপা পড়ে থাকার পরও অবিশ্বাস্যভাবে বাবলুর বেঁচে যাওয়ার ঘটনায় গোবিন্দগঞ্জ উপজেলাজুড়েই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
/এসএইচ
Leave a reply