বাংলাদেশের গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী চার বছর আগে নির্মাণ করেন ‘শনিবার বিকেল’ নামের সিনেমা। যা এখনও আটকে আছে সেন্সরে। এ নিয়ে বারবার আক্ষেপ প্রকাশ করেছেন ফারুকী। নতুন করে আবারও স্ট্যাটাস দিয়ে আবারও আক্ষেপ প্রকাশ করেছেন ফারুকী।
সোমবার (৯ জানুয়ারি) বিষয়টি নিয়ে আরেকটি স্ট্যাটাস শেয়ার করেছেন দেশের নন্দিত এ পরিচালক।
স্ট্যাটা সে বাংলাদেশ ও তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে ফারুকী লিখেছেন, গুলশানের হলি আর্টিজান নিয়ে নির্মিত ভারতীয় সিনেমা ‘ফারাজ’ মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারির ৩ তারিখ। আর, এই বঙ্গদেশের একই প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘শনিবার বিকেল’ চার বছর ধরে আটকে আছে সেন্সরে।
ফারুকী আরও জানান, তার সিনেমায় তিনি হলি আর্টিজানের ঘটনার পুনঃনির্মাণ করেনি। এমনকি ওই ক্যাফের ভেতরের কোনো চরিত্রও পুনঃনির্মাণ করেননি। তারপরও এমন সাজা পাওয়ার একমাত্র কারণ হিসেবে তিনি এ দেশের নাগরিক হওয়াকে দুষবেন কিনা তা জানতে চেয়েছেন সংশ্লিষ্টদের কাছে।
/এসএইচ
Leave a reply