স্পোর্টিং ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন চেলসির মালিক টড বোয়েহলির

|

ছবি: সংগৃহীত

বাজে সময় যেন পিছু ছাড়তে চাচ্ছেনা ইংলিশ জায়ান্ট ক্লাব চেলসির। প্রিমিয়ার লিগে তালিকার ১০ নম্বরে অবস্থান করছে দলটি। ইংলিশ কাপ থেকে বিদায়ের পর ম্যানচেস্টার সিটির কাছে লজ্জার হারে এফএ কাপ থেকেও ছিটকে যায় এই লন্ডনের ক্লাবটি। এরইমধ্যে, চেলসির অন্তর্বর্তীকালীন স্পোর্টিং ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ক্লাবটির মালিক টড বোয়েহলির। এই পদের জন্য নতুন কাউকে খুঁজছেন তিনি।

প্রিমিয়ার লিগে বাজে অবস্থায় থাকা এই ক্লাবটি নিজেদের গুছিয়ে নিতে, বেশ কয়েকজন নতুন ফুটবলারকে দলে ভেড়াতে চায়। কিন্তু বোয়েহলির এমন আচমকা সরে যাওয়ায় শঙ্কা দেখা দিয়েছে ক্লাবটির শীতকালীন দলবদলে। এর আগে আব্রাহামোভিচের কাছ থেকে চেলসির মালিকানা কিনে নিয়েছিল বোয়েহলির মালিকানাধীন ‘লস অ্যাঞ্জেলস লেকারস অ্যান্ড ডজার্স’। দায়িত্ব পেয়েই ছাটাই করেন কোচ টমাস টুখেলকে এবং নিয়োগ দেন গ্রাহাম পটারকে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply