বুধবার (১১ জানুয়ারি) দেশপব্যাপী বিএনপির গণঅবস্থান কর্মসূচী। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে ৩০ ডিসেম্বরের গণমিছিল থেকে ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। রাজধানীর পাশাপাশি ১০টি সাংগঠনিক বিভাগে হবে এই কর্মসূচি।
১০ বিভাগে এই কর্মসূচীর নেতৃত্ব দেয়ার জন্য নেতাদের নাম ঘোষণা করেছে বিএনপি।
ঢাকা বিভাগের নেতৃত্বে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস। সিলেটের নেতৃত্বে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজশাহীর নেতৃত্বে থাকবেন ডক্টর আব্দুল মঈন খান। ময়মনসিংহের নেতৃত্বে থাকবেন নজরুল ইসলাম খান।
চট্টগ্রামের নেতৃত্বে থাকবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বরিশালের নেতৃত্বে থাকবেন বেগম সেলিমা রহমান। রংপুরে নেতৃত্বে থাকবেন ইকবাল হাসান মাহমুদ টুকু। কুমিল্লার নেতৃত্বে থাকবেন বরকত উল্লাহ বুলু। খুলনার নেতৃত্বে থাকবেন শামসুজ্জামান দুদু এবং ফরিদপুরের নেতৃত্বে থাকবেন এড.আহমদ আযম খান। ।
এর আগে, বুধবার বিএনপির গণঅবস্থান নিয়ে পুলিশের সঙ্গে সফল আলোচনা হয়েছে বলে জানান দলটির ভাইস চেয়ারম্যান ও গণঅবস্থান কর্মসূচির সমন্বয়ক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ডিএমপির সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বলেন- ফুটপাত, ফুটপাত সংলগ্ন রাস্তায় ১০টা থেকে ২টা পর্যন্ত কর্মসূচি পালন করা হবে।
/এনএএস
Leave a reply