ভারতের পশ্চিমবঙ্গে ৯ বাংলাদেশিসহ ১০ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। সোমবার (৯ জানুয়ারি) রাতে হাওড়া স্টেশনের বাইরে থেকে গোলবাড়ি থানা পুলিশ তাদের গ্রেফতার করে। খবর ইন্ডিয়া টিভির।
হাওড়া জেলা পুলিশের বরাতে খবরে বলা হয়েছে, গোলবাড়ি থানার পুলিশ গ্রেফতারকৃত অভিবাসীদের বিষয়ে তথ্য পাওয়ার পর হাওড়া স্টেশনের কাছাকাছি অঞ্চলগুলিতে নজর রাখতে শুরু করেছে। তারা কাজের সন্ধানে ভারতে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের সঙ্গে এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। যিনি দালাল হিসেবে কাজ করতেন। সেই দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ওই বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে বলে ধারণা পুলিশের।
গ্রেফতারকৃতদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৩ জন নারী রয়েছেন। তাদের গোলবাড়ি থানায় কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করে মঙ্গলবার (১০ জানুয়ারি) হাওড়া আদালতে পাঠানো হয়।
এএআর/
Leave a reply