ব্রাজিলে নাশকতা: বিগত প্রশাসনের কর্মকর্তাসহ অন্তত দেড় হাজার কর্মী আটক

|

ছবি : সংগৃহীত

ব্রাজিলে নাশকতার ঘটনায় বিগত সরকারের শীর্ষ কর্মকর্তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। এরই মধ্যে সাবেক এক সেনা কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আইন ভঙ্গ এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অভিযোগে কমপক্ষে দেড় হাজার নাশকতাকারীকে আটক করেছে পুলিশ। খবর স্কাই নিউজের।

খবরে বলা হয়েছে, এ তালিকায় আরও রয়েছেন জনসুরক্ষা অধিদফতরের সাবেক প্রধান অ্যান্ডারসন টোরেস। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে জানানো হয় নিরাপত্তা দুর্বলতাগুলো তিনিই দেখিয়েছেন নাশকতাকারীদের। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন টোরেস। এছাড়া পুলিশ কমান্ডার ফাবিও অগুস্তোকে দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে।

প্রসঙ্গত, রোববার (৮ জানুয়ারি) দেশটির পার্লামেন্ট ভবন-প্রেসিডেন্সিয়াল প্যালেস এবং সুপ্রিম কোর্টে হামলা চালায় সাবেক কট্টর ডানপন্থিরা। তারা সাবেক রাষ্ট্রপ্রধান জেইর বোলসোনারোর কর্মী-সমর্থক। এদিকে ১ জানুয়ারি দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন লুলা ডি সিলভা।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply