যাদের হাতে উঠলো গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস

|

ছবি: সংগৃহীত

অবশেষে অপেক্ষার অবসান হলো। ঘোষণা করা হলো ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কার বিজয়ীদের নাম। বুধবার (১১ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাতটায় লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটনে বসে এ বছরের আসর। যেখানে সবচেয়ে বড় চমক দেখালো এস এস রাজামৌলীর সিনেমা ‘আরআরআর’। প্রথম ভারতীয় চলচ্চিত্র হিসেবে হলিউডের সবচেয়ে বড় এ পুরস্কার ঘরে তুললো ভারত।

আজ থেকে ৬৬ বছর আগে ভি শান্তারামের হাত ধরে প্রথমবারের মতো ভারতে এসেছিল ‘গোল্ডেন গ্লোবস’। এরপর, ২০০৯ সালে ‘স্লামডগ মিলিয়নার’ অধ্যায়। এর দীর্ঘ এক দশক পর এসএস রাজামৌলীর ‘আরআরআর’ হলিউডের সবচেয়ে বড় পুরস্কার ঘরে তুলে নিলো। ‘বেস্ট অরিজিনাল সং’ ক্যাটাগরিতে সেরা নির্বাচিত হয়েছে এ সিনেমার ‘নাটু নাটু’ গানটি। কম্পোজার এমএম কীরাবাণী সেরা মৌলিক গানের পুরস্কারটি হাতে নেন।

পুরষ্কার পেয়ে সুরকার ও সঙ্গীত পরিচালক এমএম কীরাবাণী বলেন, আরআরআর মূলত দেশপ্রেমের, বন্ধুত্বের সিনেমা। এ সিনেমা দিয়ে বৈশ্বিক দর্শকের কাছে দক্ষিণ ভারতের পরিচিতি বাড়ছে, বিষয়টি গর্বের। এজন্য আমার ভাই আর রাজামৌলি স্যারকে ধন্যবাদ। এই পুরস্কার পাওয়ার মাধ্যমে আমি এখন আন্তজার্তিক পর্যায়ে কাজ করতে মুখিয়ে আছি।

তবে পুরষ্কার জেতা হল না ‘সেরা নন ইংলিশ সিনেমা’ বিভাগে। এখানে আরআরআর’কে হারিয়ে দিয়েছে সান্তিয়াগো মিত্রের ঐতিহাসিক সিনেমা ‘আর্জেন্টিনা, ১৯৮৫’। এদিকে, বেস্ট মোশন পিকচার-ড্রামা ক্যাটাগরিতে সেরা হয়েছে ‘দ্য ফেবলম্যানস’। স্পিলবার্গের সিনেমাটি সর্বোচ্চ পুরস্কার জিতেছে এবার।

অন্যদিকে মিউজিকাল-কমেডি ক্যাটাগরিতে সেরা সিনেমা হয়েছে ‘দ্য বানশিস অব ইনিশেরিন’। সেরা অভিনেতা হয়েছেন এ সিনেমার কলিন ফারেল। এ বিভাগের সেরা অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন মিশেল ইয়েহ। ড্রামা বিভাগে ‘এলভিস’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার খেতাব জিতেছেন অস্টিন বাটলার। আর সেরা অভিনেত্রী হয়েছেন কেট ব্ল্যানশেট।

দু’দিন আগে অনুষ্ঠিত এনবিআর অ্যাওয়ার্ডে কোনো মার্ভেল সিনেমা না থাকায় হতাশ হয়েছিল ভক্তরা। তবে, গোল্ডেন গ্লোবসে ওয়াকান্ডা ফরেভার এ অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রী হয়েছেন অ্যাঞ্জেলা ব্যাসেট। আর, সেরা পার্শ্ব-অভিনেতার পুরষ্কার পেয়েছেন কে হুই কুয়ান। অ্যানিমেটেড বিভাগে সেরা সিনেমার পুরষ্কার পেয়েছে বহুল আলোচিত ‘গুয়েলার্মো দেল তোরো’স পিনোকিও’।

টেলিভিশন বিভাগে বেস্ট সিরিজের খেতাব জিতেছে ‘হাউস অব দ্য ড্রাগন’। সেরা অভিনেতা কেভিন কস্টনার, সেরা অভিনেত্রী জেন্ডায়া। মিউজিক্যাল ক্যাটাগরিতে সেরা টিভি সিরিজ ‘অ্যাবট এলিমেন্টারি’। কুইন্টা ব্রুনসন এ সিরিজের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন। বেস্ট লিমিটেড সিরিজ ‘হোয়াইট লোটাস’।

প্রসঙ্গত, চলচ্চিত্র ও টেলিভিশন পুরস্কার হিসেবে ‘গোল্ডেন গ্লোব’কে বলা হয় বিনোদন জগতের অন্যতম সেরা স্বীকৃতি। গত ৭ দশক ধরে এ পুরস্কার দেয়া হচ্ছে। এখান থেকেই ধারণা করা যায়, আসন্ন একাডেমি ও গ্রামি অ্যাওয়ার্ডস কারা জিততে পারে। দেখা যাক, চলতি বছর বিশ্বের সবচেয়ে বড় সিনে ইন্ডাস্ট্রি রাজত্ব করতে যাচ্ছে কারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply