বায়ু দূষণে দিল্লি যেন এখন গ্যাস চেম্বার

|

দিল্লির তীব্র ঠান্ডায় ইতোমধ্যে সেখানকার বাসিন্দাদের জনজীবন অতিষ্ঠ। এরই মাঝে রয়েছে মরার ওপর খরার ঘা, বায়ু দূষণ। বুধবার (১১ জানুয়ারি) দিল্লিসহ গোটা রাজধানী ছিল কুয়াশা এবং ধুলার চাদরে আচ্ছন্ন। খবর ডিএনএ ইন্ডিয়ার।

তীব্র ঠান্ডা ও বায়ু দূষণে শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছে, এমন অভিযোগ অনেকের। দিল্লি যেনো এখন একটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। স্থানীয় এক বাসিন্দা রাজেশ কুমারের অভিযোগ, অবস্থা এতোটাই খারাপ যে, আমাদের স্বাস্থ্যের নানা রকম সমস্যা শুরু হয়ে গেছে।

গত কয়েক বছর ধরেই বাতাসের মান উন্নয়নে কর্তৃপক্ষ নানা রকম উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, শুধু রাজধানী নয়, এমন উদ্যোগ উত্তর ভারতের সব জায়গায় নিলে, তবেই মিলতে পারে সুফল।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply