চাঁপাইনবাবগঞ্জে সাব-রেজিস্টারের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে কর্ম বিরতির ঘোষণা

|

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার জনাব মো. ইউসুফ আলীর ওপর এজলাস কক্ষে সরকারি দায়িত্ব পালনকালে হামলার ঘটনার প্রতিবাদে সারাদেশে কর্ম বিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন।

বুধবার (১১ জানুয়ারি) সংগঠনটির সভাপতি অহিদুল ইসলাম এবং মহাসচিব এস.এম. শফিউল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এজলাস কক্ষে সরকারি দায়িত্ব পালনকালে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত কর্তৃক শারীরকভাবে লাঞ্চিত ও মোবাইল ছিনিয়ে নেয়া এবং কতিপয় দুষ্কৃতিকারীরা সাব-রেজিস্ট্রারকে মারাত্মকভাবে জখম করায় সংগঠনটি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এছাড়া এর প্রতিবাদে নিবন্ধন অধিদফতরের আওতাধীন সারাদেশে জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি কর্মসূচী পালন করা হবে।

এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় ইউসুফ আলীর ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply