স্বাভাবিক হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল

|

ফাইল ছবি

সার্ভার ত্রুটি সারিয়ে উড়োজাহাজ চলাচল ব্যবস্থা পুনরায় স্বাভাবিক হতে শুরু করেছে যুক্তরাষ্ট্রে। খবর বিবিসি’র।

এর আগে, সার্ভার জটিলতায় যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বিঘ্নিত হয়। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সাত শতাধিক ফ্লাইট বিলম্ব হয়েছে বলে জানা যায়। এতে বিমানবন্দরে ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের-এফএএ পক্ষ থেকে এক টুইটার বার্তায় জানানো হয়, গতরাতে নোটিস টু এয়ার মিশন-এনওটিএএম সিস্টেমের বিভ্রাটের কারণে যে ‘গ্রাউন্ড স্টপ’ জারি করা হয়েছিল তা তুলে নেয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্র জুড়ে ধীরে ধীরে বিমান চলাচল ব্যবস্থা স্বাভাবিক হচ্ছে। বিভ্রাটের কারণ খুঁজে বের করার চেষ্টা করছি আমরা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply