পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

|

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আহমেদ আবু জুনায়েদ (২১) নামে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) উত্তর পশ্চিম তীরের নাবলুস শহরের বালাতা শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। খবর আলজাজিরার।

খবরে বলা হয়েছে, বসতি স্থাপনকারী এক ইহুদিকে ছুরিকাঘাতের অভিযোগ করা হয়েছে নিহতের বিরুদ্ধে। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ছুরি নিয়ে হামলার পর গুলি করা হয় ওই যুবককে। গত বছর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ওপর চোরাগোপ্তা হামলা বেড়েছে। জবাবে ব্যাপক ধরপাকড় ও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে তেল আবিবের সেনারা।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দখলকৃত অঞ্চলে সহিংসতা অব্যাহত থাকায় এটি সর্বশেষ হতাহতের ঘটনা। তার মৃত্যুতে ২০২৩ সালে এ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা তিনজন শিশুসহ পাঁচজনে পৌঁছেছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ভোরে তারা পশ্চিম তীরে গ্রেফতার অভিযান চালিয়েছে। বালাতা শরণার্থী শিবিরে ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মধ্যে একটি বন্দুকযুদ্ধ শুরু হয়। সে সময় একজন ফিলিস্তিনি আঘাতপ্রাপ্ত হয়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply