ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটে নাকাল যাত্রী ও চালকরা। গতকাল বুধবার (১১ জানুয়ারি) দিবাগত রাত থেকেই এই যানজট দেখা দেয়। আজ বৃহস্পতিবার ভোর থেকে তা বেড়েছে আরও।
এমন পরিস্থিতিতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে আছে যানবাহন। যানজটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। বিমানের যাত্রীদের অনেকেই নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি বিমানবন্দরে। অগত্যা পায়ে হেঁটে রওনা দিয়েছেন অনেকেই। অফিসগামী যাত্রীরাও যানজটে নাকাল হন। রোগীবাহী অ্যাম্বুলেন্সও যানজটে আটকে থাকতে দেখা যায়।
এদিকে, বিশ্ব ইজতেমায় যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশ্ব ইজতেমার মাঝে এমন ভোগান্তি দূর করতে অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন মুসল্লি ও সাধারণ মানুষ।
/এমএন
Leave a reply